মুসলমানদের অধঃপতনের কারণ

 


উসামা তালহা ।

গঠন ও নির্মাণ কষ্টসাধ্য বিষয় হলেও ধ্বংস ও বিনাস খুবই সহজ । বাড়ি নির্মাণ ও আবাদ করতে অনেক সময় লেগে যায় । কিন্তু ভাঙতে ও বরবাদ করতে সময় লাগে না ।ঐ কৃষকের হৃদয়ের ব্যাথা ও মনোকষ্ট জিজ্ঞেস করুন , যে শীতে প্রচন্ড ঠাণ্ডা , গ্রীষ্মকালে তপ্ত রোদ আর বর্ষার তীব্র ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাত দিন একাকার করে জমি চাষ করে । বীজ বপন করে , পানি দেয় এবং জমি রক্ষণাবেক্ষণে সব ধরণের কষ্ট সহ্য করে । কিন্তু বন্যার উত্তাল ঢেউ কয়েক ঘন্টায় সবকিছু তছনছ করে দেয় , সকল মেহনত কয়েক মুহুর্তে নিস্ফল করে দেয় । আল্লাহ তা’আলা সৃষ্টিজগত বানিয়েছেন এ মূলনীতির ভিত্তিতে যে , উন্নতি লাভ করতে ও পূর্ণতায় পৌছতে সময় লেগে যায়। কিন্তু নষ্ট ও তছনছ হতে সময় লাগে না । মানুষ জম্ম থেকে যৌবনে , যৌবন থেকে বার্ধক্যে পৌঁছতে কতটা সময়ের প্রয়োজন হয় । কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত হলে কয়েক মুহুর্তেই আখেরাতের সফর শুরু হয়ে যায় ।


কুদরতের এই নীতিমালা যেমন সৃষ্টিজগতের সকল বস্তু ও মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তেমনই প্রযোজ্য জাতি গোষ্ঠি ও সংগঠনের ক্ষেত্রেও । যে কোনো জামাত তাদের সম্মিলিত কাঠামো তৈরী করে বছরের পর বছর ধরে অল্প অল্প শ্রম দিয়ে । যেমন পাখি বাসা তৈরীর জন্য একটা একটা করে খড়কুটো কুড়িয়ে আনে , এ দল ও জামাতের সাথে যুক্ত হওয়ার জন্য এক এক ব্যাক্তির পেছনে মেহনত করতে হয়, তখনই একটি ঘর তৈরী হয় । এরপর এ ঘর ঝড় তুফানের আশংকায় থাকে । ঘরের মালিক যদি একে ঝড় তুফান থেকে রক্ষার ব্যবস্থা না করে , বরং ঐ খড়কুটোসদৃশ শ্রমগুলো বাতিল করতে ‍শুরু করে তাহলে ভেঙে পড়তে বেশি সময় লাগবে না ।


ঐক্যপূ্র্ণ ও সম্মিলিত অবকাঠামো তৈরী করতে প্রথমে এক দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিতে হয় , বাধা-বিপত্তির শিকার হতে হয় । জান-মাল ও ইজ্জত আব্রু বিসর্জন দিতে হয় । এরপর একটি সময় আসে, যখন এর সঙ্গে যুক্ত হওয়া গর্বের বিষয় হয়ে যায় , সর্বস্তরে এর মূল্যায়ন হয় , এক সময়ের কাঁটা বিছানো পথ ফুলের বিছানায় পরিণত হয় । সাধারণত সে সময়ের মধ্যে ঐ সকল ব্যাক্তি বিদায় নেন , যারা একে তিলে তিলে গড়ে তুলেছেন । এরপর এর সম্পদ যাদের হাতে আসে তারা যদি পূর্বসূরির আদর্শ ও শ্রম ভুলে যায় , কষ্টের বন্ধু ও সঙ্গীদের থেকে বিমুখ হয়ে যায় , তাহলে আল্লাহর সাহায্য উঠে যায় । কারণ আল্লাহর সাহায্য ঐক্য ও জামাআতের সাথে থাকে । আজ ঐক্য না থাকার কারণে এ অধঃপতন - বিশ্বের প্রতিটি মুসলমান লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে । কারণ একটাই - মুসলমানদের মাঝে ঐক্য নেই । আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার তাওফীক দিন। আমিন 


ওয়েবসাইটে আপলোড , আব্দুর রহমান আল হাসান

পাওয়ার ডোনেট , www.abdurrahmanalhasan.xyz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu