মাদরাসা দুনিয়াবিমুখ

 

সুলতান সালাহ উদ্দিন ।

ঢাকার কামরাঙ্গীচরে চর জেগেছে । লোকমুখে এটি হাফেজ্জী হুজুরের গড়া কামরাঙ্গীচর নামে প্রসিদ্ধ । এখানে তার প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাথা উচু করে এই চরঅঞ্চলে আলো দান করে যাচ্ছে । মাদরাসার সীমানায় রয়েছে হাফেজ্জী হুজুরের মাক্ববারাহ । হুজুরের বরকতে এখানে গড়ে উঠেছে বহু মাদরাসা । তার মধ্যে অন্যতম হলো মারকাযুল কোরআন আশরাফাবাদ ।

বিকেলে যখন তারা বের হয় , মনে হয় পাখির ছোট ছোট ঝাঁক খাঁচা থেকে বেরুচ্ছে । এরাই মাদরাসার তালিবুল ইলম । যারা যামানার ঝড় ঝাপটা ও ফেতনা ফাসাদ থেকে  ‍মুক্ত থেকে মাদরাসা নামের দ্বীনি দূর্গের চার দেয়ালের ভেতরে নববী ইলম হাসিল করে । চার দেয়ালের মাঝেই কাটে তাদের দিন-রাত । তাদের একটাই উদ্দেশ্য , তা হলো আল্লাহর সন্তুষ্টি । এছাড়া তাদের কোনো উদ্দেশ্য নেই । নেই ধনদৌলত বাড়ি গাড়ির কোনো লোভ । তারা দুনিয়াবিমুখ , দুনিয়া তাদের পিছু ছুটে । ধনদৌলত তাদের হাতে এসে ধরা দেয় । কিন্তু তারা কোনো কিছুর পরোয়া করে না । এটা যে শুধু এখানের , তা নয় । পৃথিবীর সকল দ্বীনি মাদরাসার তালিবুল ইলম সকলেই এই বৈশিষ্টের অধিকারী । এটাই মাদরাসার তালিবে ইলমদের মহান বৈশিষ্ট্য । আল্লাহ তা’আলা সকল মাদারিসে কওমিয়্যাকে কবুল করুন , আমীন ।  



ওয়েবসাইট  আপলোড, আব্দুর রহমান আল হাসান

পাওয়ার ডোনেট, www.abdurrahmanalhasan.xyz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu