লেখা নিয়ে ভাবনা

 

ইবনে হামীম ।


মাঝেমধ্যে ভাবি , লেখালেখি করে আমার কী লাভ ? নিজের লেখার উপর তো নিজেই আমল করছি না , অন্যেরটা পরে । একটি উন্নত কলমের বীজ বপন করার পিছনে থাকে অনেক চেষ্টা ও মেহনত । লেখার উপর আমল করা হলো লেখা থেকে অর্জিত সবচেয়ে বড় অর্জন । সারা জীবন লেখে গেলাম কিন্তু আমল করলাম না , তাহলে আমার কিছুতেই উন্নতি হবে না । আমার চেষ্টা আমার মেহনত আমাকে এগিয়ে নিয়ে যাবে দূর , বহুদূর । অন্য দিকে আমার আমল আমাকে নিয়ে যাবে অনিন্দ্য সুন্দর জান্নাতে । নিজের লেখার উপর যদি নিজে পূর্ণভাবে আমল করি , তাহলেই হবে আমার লেখালেখি স্বার্থক ।


ওয়েবসাইটে আপলোড , আব্দুর রহমান আল হাসান

পাওয়ার ডোনেট , www.abdurrahmanalhasan.com



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu