সভ্যতা

 

ইসমাইল ।

এবার বাড়ি থেকে মাদরাসায় ফেরার পথে এক করুণ দৃশ্য সামনে এলো । এক ব্যাক্তি রিকশা থেকে নামলো । সাদা শার্ট , কালো কোট , গলায় টাইও ছিলো ।দেখে মনে হচ্ছিলো , শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্রলোক । কিন্তু পরক্ষণেই যা দেখলাম , আমার ধারণা পুরোই পাল্টে গেলো । তিনি রিকশাচালকের সাথে ভাড়া নিয়ে তর্ক করছেন । তিনি বিশ টাকা দিতে চাচ্ছেন , আর রিকশাচালক ত্রিশ টাকা ভাড়া বলছেন । বাকবিতণ্ডার ফলে একসময় ঐ ব্যাক্তি বকাঝকা তো করছেই , মুরুব্বির গায়ে হাত-ই উঠিয়ে বসলো একসময় ।

দেখে মনে হলো , এ কোন ‍যুগে আছি । মনে তো হচ্ছে , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে যে জাহেলী যুগ ছিলো , সে যুগেই আছি । যখন মানুষের মাঝে ছিলো না ইনসানিয়্যাত , না ছিলো ভদ্রতা । এ সময়ের এই লোকটি যদিও পোশাকে সভ্য মনে হয় , কিন্তু এ সভ্যতা পোশাকেই সীমিত থাকে । আসলে সভ্যতা কি কোনো পোশাকের বিষয় , কক্ষনো নয় । সভ্যতা তো পুরোটাই চরিত্রের সাথে সম্পৃক্ত ।

আল্লাহ আমাদের প্রকৃত সত্য বুঝার তাওফীক দান করুন । অসৎ লোকদের অসভ্যতা থেকে হেফাজত করুন । আমীন । 



ওয়েবসাইট আপলোড , আব্দুর রহমান আল হাসান

পাওয়ার ডোনেট , www.abdurrahmanalhasan.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu