রোজনামচার পাতা থেকে

 

ইসমাইল হুসাইন

আজ নিজেকে দুর্বল অনুভব হচ্ছে । দুপুরে আমি ও আমার একসাথী ভাই বাসায় যাওয়ার ইচ্ছা করলাম । সাধারণত আমি গাড়ি দিয়ে যাতায়াত করি । কিন্তু এবার হলো একটু ব্যাতিক্রম । নিয়ত করলাম , হেঁটে যাব। শুরু হলো হাঁটার যাত্রা । দীর্ঘক্ষণ হাঁটতে বেশ কষ্ট লাগছিল । তবে শরীরের বেশ উপকারও হয়েছিলো । আমার সাথের সে সাথীভাই ছিল হাঁটায় অভ্যস্ত । তাই তার তেমন কোনো কষ্ট হচ্ছিলো না । হাঁটতে হাঁটতে একসময় পৌছলাম নদীর তীরের নৌকাঘাটে । এখান থেকে আবার ‍ট্রলারে করে যেতে  হয় । ট্রলারে কিছুক্ষণ সময় কাটলো । তারপর আবারো হাঁটাহাটি । পাশেই বাংলাবাজার । ভাবলাম , একটি অভিধান কিনবো ।

বাংলাবাজার পৌছে ইসলামী টাওয়ারে সেই কাঙ্ক্ষিত অভিধান খোঁজাখুঁজির পর জানতে পারি ,  সেটা পাওয়া যাবে আল মাকতাবাতুল ইসলামিয়াতে । তাই দেরি না করে মাকতাবাতুল ইসলামিয়ার ঠিকানা নিয়ে সেখানে পৌঁছাই । দোকানদার ভাইকে অভিধানটি দিতে বলি এবং এ অভিধানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলি ।

হঠাৎ আমার সম্মানিত হুজুরের একটি দরসের কথা মনে পড়লো । দরসে হুজুর কিতাব সংগ্রহ সম্পর্কে কিছু বিষয় লক্ষ্য রাখতে বলেছিলেন -

১ । যে কিতাবটি সংগ্রহ করছি এটি কি সেই কিতাবটিই কিনা ।

২ । কিতাবের লেখা সুস্পষ্ট কিনা ।

৩ । কিতাবের বাঁধাই ভালো কিনা ।

এ প্রসঙ্গে তিনি একটি ঘটনাও বলেছিলেন । বাংলাদেশের উলূমুল হাদীস ও ইলমের জগতের গৌরব মাওলানা আব্দুল মালিক সাহেবের একজন উস্তাদ ছিলেন । তিনি যখনই কিতাব ক্রয় করতে যেতেন , তিনি কয়েকজন তালিবে ইলমকে সঙ্গে নিতেন । তিনি তাদেরকে কিতাবের সবগুলো পৃষ্ঠা খুলে খুলে দেখতে বলতেন । এ বিষয়টি মনে পড়ায় আমিও একের পর এক পৃষ্ঠাগুলো উল্টে দেখতে থাকি । একপর্যায়ে একটি শব্দ বের করতে গিয়ে দেখলাম , কয়েক পৃষ্ঠা নেই । তখন মনে মনে ভাবলাম , বড়দের ছোট ছোট কথাও অনেক বড় কাজে লাগে ।



ওয়েবসাইট আপলোড, আব্দুর রহমান আল হাসান

পাওয়ারডোনেট, www.abdurrahmanalhasan.xyz

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu