নফসের বিরোধিতা

 

সাইফুল ইসলাম আফেন্দী ।

নফস কি ? নফস হলো বস্তু যা নিজের খায়েশ অনুযায়ী নিজ সত্তাকে পরিচালনা করে নফসের পাশাপাশি আরও একটি বস্তু রয়েছে আমাদের মাঝে , তা হলো রুহ নফস আমাদেরকে মন্দের দিকে আহবান করে , আর রুহ আমাদেরকে কল্যানের দিকে আহবান করে কিন্তু আমাদের অধিকাংশের অবস্থা কি ? আমরা কি নফসের আহবানে সাড়া দিচ্ছি , না রুহের আহবানে নিজেকে গড়ে তুলছি ? হয়তো অবস্থা এই যে , আমরা নফসের খায়েশের মাঝে আছি কিন্তু কেন এমন হচ্ছে ?

এর মূল কারণ হলো , আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি , একসময় আমরা ছিলাম না , এখন আছি অদূর ভবিষ্যতে থাকবো না যখন আমরাপৃথিবীতে ছিলাম না , তখন আমরা কোথায় ছিলাম ? এখন কার রাজ্যে বাস করছি ? কিছুকাল পর কার দিকে প্রত্যাবর্তন করবো ? মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কি অবগত ? এরপরও আমরা অচেতন হয়ে আছি , আমাদের কানে বারবার মৃত্যুর আওয়াজ ভেসে আসছে , এরপরও আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহন করছি না , এখনও আমাদের হুশ ফিরছে না

আমরা কি ভাবি , কখন আমার ডাক এসে পড়বে ? আমাদের কাছে সময় সুযোগ রয়েছে নিজেদেরকে সংশোধন করার , আল্লাহর সন্তুষ্টি মোতাবেক গড়ে তোলার যদি আমরা তা করতে পারি , তাহলে হবে আমাদের জীবন স্বার্থক । আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন , অর্থাৎ যে ব্যাক্তি নিজেকে সংশোধন করবে সে সফলকাম । (সূরা আশ শামস) তাই আমাদের উচিৎ নিজেদেরকে সংশোধন করা । আল্লাহ তা’আলা আমাদেরকে তাওফীক দান করুন । আমীন ।


ওয়েবসাইটে আপলোড , আব্দুর রহমান আল হাসান

পাওয়ার ডোনেট , www.abdurrahmanalhasan.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu